বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌরসভার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূরুদ্দীন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাখার সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী প্রমুখ। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মুফতি মাওলানা মুজাহিদ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ‘আমার সুরমা ডটকম’-এর সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবিদুর রহমান ও হাফিজ মাওলানা সাব্বির আহমদ প্রমুখ। মাওলানা আজিজুর রহমান শায়খে চান্দিপুরীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও পথসভাটির সমাপ্তি ঘোষণা করা হয়।