বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
জামালগঞ্জে বিদ্যুৎ দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা আত্মসাৎ

জামালগঞ্জে বিদ্যুৎ দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা আত্মসাৎ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদুৎ দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গজারিয়া হাটিতে বিদুৎ দেওয়ার কথা বলে ইউপি সদস্য গোলাম হোসেন ও একই গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল কাশেম, মৃত লাল মিয়ার ছেলে জাকির হোসেন বিগত দুই বছর পূর্বে ৩৩টি পরিবারের কাছ থেকে ২ হাজার টাকা করে উত্তোলন করেন, টাকা নেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যুৎ দেই-দিচ্ছি বলে সময় অতিবাহিত করছে। অসহায় গরীব দিনমুজুর তাদের অর্জিত টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। অপরদিকে আরও একটি অভিযোগে থেকে জানা যায়, ১০টি পরিবার থেকে ২০ হাজার টাকা উত্তোলন করছে ওই প্রতারক চক্রটি। এ ব্যাপারে একাধিক বার যোগাযোগ করা হলে ইউপি সদস্য গোলাম হোসেনের কথা বলা সম্ভব হয়নি। পৃথক পৃথকভাবে টাকা উত্তোলনকারীদের বিরুদ্ধে জামালগঞ্জ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ম্যানেজার ও সুনামগঞ্জ-১ আসনের এমপির কাছে ৫০ জন স্বাক্ষরিত দুটি অভিযোগ করা হয়েছে। ইউনিয়নের যুবলীগের নেতা মোঃ আব্দুর রহমান, মাইন উদ্দিন, নূর আহম্মেদ, আবিদ মিয়া, আলী হোসেন, সাহেব আলী, ইউসুফ আলী, জসিম, ফারুক মিয়া, হারুন মিয়া অভিযোগ করেন। সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিদ্যুৎ নিয়ে কোন দুর্নীতি হতে দেওয়া হবেনা, আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতায়ন ব্যবস্থা করা হচ্ছে। কোন অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে প্রশাসনকে যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com