শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে একদল জেলের হামলায় অপর এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত জেলের নাম মুসাব্বির মিয়া (৫৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মৃত আরজত আলীর ছেলে। জানা যায়, জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরে আলমের দুয়ার নামক জলমহালে রোববার রাত ১টার দিকে দু’গ্রামের দু’দল জেলে অবৈধভাবে লুকিয়ে মাছ ধরতে যায়। এ সময় শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মুসাব্বিরের ছেলে তোফায়েলগং ও পার্শ্ববর্তী কালাশ্রীপুর গ্রামের আবদুল খালিকের ছেলে আলালগংয়ের মধ্যে কারেন্ট জাল ফেলে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষই নৌকার মধ্যে থাকা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয় মুসাব্বির মিয়াকে। পানিতে পড়ার পর মুসাব্বির মিয়া হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার সকালে নিহত মুসাব্বিরের ছেলে ও তাদের সহযোগি জেলেরা লাশ পানিতে থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এদিকে লাশ বাড়িতে নিয়ে আসার পর স্থানীয় গ্রাম্য সালিশীগণের মধ্যস্থতায় পুলিশকে না জানিয়েই তা দাফনের জন্য একপক্ষ তৎপর হয়ে উঠে বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, সংরক্ষিত হাওরে রাতের অন্ধকার মাছ ধরতে গিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক জেলে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খীসা বলেন, শুনেছি টাঙ্গুয়ার হাওরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।