শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
মোঃ জাবির হোসেন, ভাটিপাড়া ইউনিয়ন সংবাদদাতা: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, গুম, খুন ও জুলুম-নির্যাতন, হামলা-মামলা এ সরকারের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে; দূর্নীতি ও সন্ত্রাসের জবাব দিতে আগামি ৩০ মার্চ স্বতন্ত্রপ্রার্থী ছায়েদ হোসেন মাহবুব রেজু মিয়াকে সিংহ মার্কায় ভোট দিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। সোমবার বাদ আছর মধুরাপুর বাজারে বিএনপির কর্মীসভায় নাছির উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপি নেতা সারুত মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা মানিক সামাদ তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, ইউপি বিএনপির সাধারন সম্পাদক নবাব তালুকদার, লায়েক মিয়া চৌধুরী, ছওয়াব আলী, ছালেক নুর, রুবেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।