শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
মোঃ মাহমুদুল হক, জগদল ইউনিয়ন সংবাদদাতা: দিরাই-শাল্লার উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোঃ সায়েদ আলী মাহবুব হোসেন রেজুর নির্বাচনী সভা বুধবার জগদল বাজারে অনুষ্ঠিত হয়। গ্রামের মুরব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সালমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-নির্বাচনের প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলার সাবেক আওয়ামীলীগের সভাপতি আলতাব উদ্দিন, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক তালুকদার, সিলেট মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাবলু, জগদল ইউনিয়ন যুুবলীগের সভাপতি সালাহ উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক টিপু, ছাত্রদল নেতা আনসার আলী প্রমুখ।