রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মদীনা সনদের বরাত দিয়ে নিজেদের নোংরা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন। একই সঙ্গে হানিফের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মদীনা সনদের বরাত দিয়ে মাহবুব উল আলম হানিফ যা বলেছেন, তা শুধুই অপব্যাখা এবং নিজেদের নোংরা রাজনীতিকে প্রতিষ্ঠার জন্যই এধরণের মিথ্যাচার করছে। এধরণের কা-জ্ঞানহীন বক্তব্য মুর্খতার শামিল। তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) জগতে এসেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। ধর্মনিরপেক্ষতার মত কুফরী মতাদর্শকে ইসলামের সঙ্গে তুলনা করাও চরম মুর্খতা। তাছাড়া মদীনা সনদে ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। এধরণের বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে আওয়ামী লীগ নেতার প্রতি আহ্বান জানাচ্ছি। নেতৃদ্বয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মদীনা সনদের নামে মিথ্যাচার থেকে বিরত থাকতে সকল দল ও মতের মানুষের প্রতি আহ্বান জানান।