বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শফিউল আলম, বিশ্বম্ভরপুর: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও খিরধরপুর গ্রামের অনেক দিনের স্বপ্নের ব্রিজটি অতিবৃষ্টির ফলে আলোর মুখ দেখা থেকে এ বৎসরও বঞ্চিত-এমনটাই ধারণা স্থানীয়দের। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে বর্ষা সাদৃশ্য অবস্থা বিরাজ করছে নির্মাণাধীন ব্রিজের স্থানে। ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের কাছে ব্রিজ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ফতেহপুর ইউনিয়নের সংযোগ বিচ্ছিন্ন গ্রাম সাতগাঁও খিরধরপুরের মরাখালের উপর ব্রিজের প্রয়োজন, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহকে আমরা পরিষদ থেকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, উনার সহযোগীতায় ত্রাণের অর্থায়নে নির্মাণাধীন রয়েছে এ ব্রিজটি।