শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কমান্ডারকে অভিযুক্ত করে ইউএনও বরাবরে অভিযোগ

বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কমান্ডারকে অভিযুক্ত করে ইউএনও বরাবরে অভিযোগ

নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কমান্ডার ও তার সহযোগিদের অভিযুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন উপজেলার ৬ জন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। ২০ এপ্রিল দায়েরকৃত আবেদনপত্রে তারা উল্লেখ করেন, ‘আমরা বিশ্বনাথ উপজেলার গরিব অসহায় ও নীরিহ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গ। বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী ও তার কতিপয় সহযোগির বিরুদ্ধে উপজেলা কমান্ডের অফিসের জন্য উপজেলা পরিষদের সামনে বাসিয়া নদীর তীরে সরকারি বরাদ্ধকৃত কোটি টাকার ভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে লিজ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতসহ বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাদের এ অনিয়মের বিরুদ্ধে বিগত কয়েক বছর যাবত আমরা প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে আসছি। সর্বশেষ তাদের এ দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা উপজেলার ২৫ জন বীর মুক্তিযোদ্ধা বিগত ০৫/০২/২০১৭ ইং তারিখে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবরে, বিগত ১৫/০১/২০১৭ ইং তারিখে মাননীয় জেলা প্রশাসক বরাবরে, বিগত ২৪/০২/২০১৭ ইং তারিখে সিলেটের মাননীয় জেলা কমান্ডার বরাবরে, বিগত ১০/০১/২০১৭ ইং তারিখে আপনার বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করি। স্মারকলিপিগুলোতে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার জোর সুপারিশ করেন। বিগত কয়েক বছর যাবত তাদের এ অন্যায় আচরণ ও লুটপাটের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী ও তার কতিপয় সহযোগি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যাচাই-বাছাইয়ে আমাদের বিরুদ্ধে তিনি নিজে বাদি হয়ে অভিযোগ দায়ের করেন এবং আমাদের বিরুদ্ধে অভিযোগকারী বর্তমান কমান্ডার ওয়াহিদ আলী ও তার ৪ সহযোগি উক্ত যাচাই-বাছাই কমিটির গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা থেকে আমাদের নাম প্রত্যাহারের সুপারিশ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানোর হুমকি-ধামকি দিচ্ছেন। এমতাবস্থায় দুর্নীতিবাজ লুটেরা ও অভিযোগকারী যিনি নিজে বাদী ও তার ৪ সহযোগির কাছে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে আমাদের। তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওয়াহিদ আলী ও তার ৪ সহযোগিকে যাচাই-বাছাই কমিটি থেকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com