সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

দিরাইয়ে প্রবাসী সংগঠনের ত্রাণ বিতরণ

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি কমিউনিটি পরিচালিত সেবামূলক সংগঠন চণ্ডিপুর এসোসিয়েশনের পক্ষ থেকে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিরাই পৌর সদরের ১নং ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শ ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়। সংগঠনের বাংলাদেশি সমন্নয়কারী লালন মিয় ও হাজী মুকুল মিয়ার আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সিদ্দিকি, সহকারি শিক্ষক আবু হেনা, মৌলানা নোমান আহমদ, কলিম উদ্দিন, লুৎফুর রহমান, রায়হান চিশতি, কামাল মিয়া, জাকারিয়া, হারুন মিয়া, জাহাঙ্গির হোসেন, মঞ্জুর আলম, আছলম মিয়া, রাজু আহমেদ, সেবুল মিয়া, ইমন মিয়া, মামুন আহমেদ প্রমুখ। প্রবাসি কমিউনিটি নেতা ও এসোসিয়েশনের সভাপতি লিটন মিয়া ও দুলন মিয়া বলেন, হাওরবাসির এ দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আমরা চেষ্টা করছি আরো বৃহৎ আকারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবানরা যদি সামর্থানুযায়ি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দারিদ্রের সংখ্যা কমে আসবে, আমাদের স্বপ্ন দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া একদাপ এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com