শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন ভীমখালী ইউপির নওয়াগাঁও বাজারে ভীমখালী ইউপি আওয়ামিলীগ সভাপতি মোঃ আখতারুজ্জামান আখতার’র অফিসে এসআইপি প্রশিক্ষক মোঃ জগলুল ইসলামের সঞ্চালনায় ও নওয়াগাঁও বাজারের সাবেক সভাপতি মোঃ আব্দুল মছব্বির’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মোঃ আহসান আলী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বাজার কমিটির সেক্রেটারী ও নওয়াগাঁও বাজার জামে মসজিদের মুতাওয়াল্লী, বিসিষ্ট কলামিষ্ট ও লেখক, মাসিক মানবদৃষ্টি পত্রিকার উপদেষ্টা রেজাউল করিম কাপ্তান। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ মিয়া, শাজুল খাঁ, সেকাব, আব্দুল হাই, মনিরুজ্জামান প্রমুখ। সকলেই বলেন, আজকের এই প্রোগ্রাম আমাদের উৎসাহিত করলো। আগামিতেও আমরা এরকম প্রোগ্রাম আরো চাই। যাতে সবাই এবিষয়ে অবহিত হতে পারি।