রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ফেইসবুকে লিখে স্থানীয় সরকারমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে পুলিশ রিমান্ডে পাঠানোর পর ২৪ ঘণ্টা পার না হতেই তাকে জামিন দিয়েছে ফরিদপুরের আদালত। পুলিশ বুধবার সকালে সাংবাদিক প্রবীরকে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির করলে বিচারক হামিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। এই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলের ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টি হওয়ায় এই আদালত মঙ্গলবার পুলিশের আবেদন মঞ্জুর করে প্রবীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিল। এ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছিল ২২ আগস্ট। মামলার বাদী আইনজীবী স্বপন পাল বলেছেন, এক দিনেই পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ায় প্রবীরকে আদালতে হাজির করা হয়। সূত্র : শীর্ষ নিউজ