রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দেশে কোনো বিরোধীদল নেই বলে মন্তব্য করেছেন সাংবিধানিক বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ৫ বছর পরই সরকার নির্বাচন দিবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এখন অপজিশন বলতে কেউ নেই। তাই মধ্যবর্তী নির্বাচন দাবি করারও কেউ নেই। বুধবার সকালে ছয়দিনের রংপুর সফরে এসে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরসহ মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। সরকার থেকে জাপার মন্ত্রীরা পদত্যাগ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, সে বিষয়ে আমি প্রেসিডিয়াম সভায সিদ্ধান্ত নেব।