রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি ভবণের কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই নির্মাণ কাজ পরিদশন করা হয়। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৬-১৭ অর্থবছরের চারতলা বিট বিশিষ্ট আইসিটি ভবনের চতুর্থ তলার ডালাইয়ের কাজ চলমান রয়েছে। যার নির্মাণ ব্যয় হবে ১ কোটি ২০ লক্ষ টাকা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ শামসূল আরেফিন খান, উপ-সহকারি প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান চৌধুরী, প্রভাষক আব্দুল মতিন মিয়া, প্রভাষক আবু তৌহিদ জুয়েল, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ প্রমুখ। অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান বলেন, যতটুকু কাজ হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে।