রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেট লেখক ফোরাম’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা, চিকিৎসা সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ২৯ জুলাই শনিবার কামালবাজার ফাযিল মাদরাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, অসহায়দের সেবা করাই হচ্ছে সর্বোত্তম ইবাদাত। সিলেট লেখক ফোরাম সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি অসহায়দের চিকিৎসা সেবায় অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমানেও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, লেখক ফোরাম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে-বিদেশে সাহিত্য আড্ডার পাশাপাশি আমাদের গুণীজনদের সম্মান দিতে গুণীদের স্মৃতিময় স্থানসমূহে গিয়ে সাহিত্য আড্ডা আয়োজনের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে লেখক ফোরাম যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, কামালবাজার ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী। বক্তব্যে তিনি বলেন, লেখক ফোরাম সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাহিত্য সাধনায় উদ্বুদ্ধকরণ ও প্রতিযোগিতা আয়োজনের মতো প্রশংসনীয় কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। তারা বিবাহযোগ্য গরিব দম্পতিদের বিবাহ সহায়তাও প্রদান করেছেন। পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন কার্যক্রম, লেখক সম্মাননা, মেধাবীদের সম্মাননা, রতœগর্ভা মা-বাবা সম্মাননাসহ তাদের ব্যতিক্রমী সকল কার্যক্রম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন ফোরামের উপদেষ্ঠা এবং সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট এবং ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লন্ডন টাইমস নিউজের ধর্মীয় বিভাগের সম্পাদক কবি মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম, কামালবাজার ফাযিল মাদরাসার গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মোঃ বশির মিয়া, মুফতি আফজল খান সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরাম সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বখতিয়ার বিন কাদির। অনুষ্ঠানে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিককে ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি মাওলানা সিরাজুল ইসলাম সা’দের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীদের দেয়া চিকিৎসা সহায়তা বাবত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিককে অর্ধ লক্ষাধিক টাকার চেক প্রদান করা হয় এবং বিপুল সংখ্যক অসহায় রোগিকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি