শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: আল আকসা মসজিদকে মুক্ত ও ফিলিস্তিনের উপর ইসরাইলের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা। ২৭ জুলাই বৃহস্পতিবার বাদ আসর শহরের দেওয়ানী মসজিদের সামন থেকে জেলা সভাপতি নিলুর রহমানের নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ কাদির আল হাসানের পরিচালনায় বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের কুসুমবাগ পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, শহর আল ইসলাহ’র সভাপতি মাওলানা সৈয়দ ইউনুছ আলী, কেন্দ্রীয় তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী। দোয়া পরিচালনা করেন জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, কেন্দ্রীয় তালামীযের সদস্য বেলাল উদ্দিন কামরান, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আ. মুক্তাদির, সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন, সাবেক জেলা তালামীয সভাপতি প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সুহেল, ঢাকা মহানগর তালামীযের সহ-সভাপতি আ.রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ জুলাই দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার জেরে জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলাহ মসজিদে আকসায় মেটাল ডিটেক্টর বসানোসহ ৫০ অনূর্ধ্ব মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। এরপর থেকেই বেশ কয়েকবার বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। পরে মসজিদ প্রাঙ্গণে ধাতববস্তু শনাক্তকরণ যন্ত্রের বদলে নজরদারি ক্যামেরা বসায় ইসরায়েল। কিন্তু এতে ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বেড়েছে। নজরদারির নতুন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।