শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
কে এম তাহমিদ হাসান, দক্ষিণ সুরমা (সিলেট) উপজেলা সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখার উদ্দোগে শহীদ ইয়াহইয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বাদ আসর স্থানীয় আইসিএম মিলনায়তনে শাখা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলামের সভাপতিত্বে ও শাখার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ রাশিদুর রহমান মাহমুদাবাদীর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য ও তিন জোনের সহকারী পরিচালক মাওলানা সালেহ আহমেদ। প্রধানবক্তা হিসেবে আলোচনা করেন শহিদী কাফেলা ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক, জে টি আর ইউনিভার্সিটীর মেধাবী ছাত্র মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস দক্ষিন সুরমা উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আবু সুলাইমান, মাওলানা গাজী হারুনুর রশীদ, হাফিজ আব্দুল খালিক প্রমুখ। বক্তারা বলেন ছাত্র মজলিস কর্মী শহীদ ইয়াহইয়া তথাকথিত কোন রাজনৈতিক শহীদ নয়। তিনি আল্লাহর দীন ও ঘর মসজিদ রক্ষার আন্দোলনে জালিমের জুলুমে শাহাদত বরন করেন। আমাদেরকে শহীদ ইয়াহইয়ার রক্ত থেকে শপথ নিতে হবে যে, এদেশে ইসলাম রক্ষা ও ছাত্র সমাজের অধীকার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ শহীদ ইয়াহিয়া ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। এবং আমাদেরকে তাঁর দ্বীনের জন্য কবুল করেন।