মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দেশের আলেম সমাজের বহুল প্রত্যাশিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভায় মিলিত হবেন। দেশের আলেম সমাজের শত বছরের দাবি পূরণে ২০১৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদে পাস হওয়া আইনের আওতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দেশের এক হাজার ২৬০টি ফাযিল ও কামিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর আগে এসব মাদরাসা কুষ্টিয়ায় অবস্থিত ইসলামি বিশ্ববিদ্যালয় এবং তারও আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হচ্ছিল। নতুন প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি অধিভুক্ত এক হাজার ২৬০টি ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণসহ পেশাগত উন্নয়নেও ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়টি দেশে ইসলামি শিক্ষার প্রসারসহ ইসলামি মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদরাসা শিক্ষার উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান, আইসিটিসহ আধুনিক বিষয়সমূহ সংযোজনের মাধ্যমে মাদরাসা শিক্ষার সিলেবাস যুগোপযোগী করা যার ফলে মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা এখন মূলধারার শিক্ষার্থীদের সাথে চাকরি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন এবং বিসিএসসহ বিভিন্ন চাকরিতে নিয়োগের সুযোগ পাচ্ছেন। মাদরাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি দেয়া হচ্ছে, বছরের শুরুতে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। বিপুলসংখ্যক মাদরাসার শিক্ষক এমপিও সুবিধা পাচ্ছেন। আলিম পর্যন্ত মাদরাসাসমূহের পরিচালনায় প্রতিষ্ঠা করা হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।