মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ডিলার ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্র“পের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে মিনিস্টার হাইটেক পার্ক লিঃ এজিএম মির্জা মো. সফি উল্লাহর সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ডিলার ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্র“পের স্বত্তাধিকারী কাজী জমিরুল ইসলাম মমতাজ, সোহেল তালুকদার ও এমএ কাসেমের যৌথ পরিচালনায় ত্রাণ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম, এএসআই মীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাহার তালুকদার, মিনিস্টার হাইটেক পার্ক লিঃ-এর ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার মজুমদার, এআরএম আব্দুল আলিম, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক এমএম ইলিয়াছ আলী প্রমুখ। পরে অতিথিবৃন্দরা উপজেলার বন্যা দুর্গত ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।