রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
নাজমুল ইসলাম মকবুল
নোবেল পেয়ে শান্তিতে ওই
মায়ানমারের সুচি
জবাই করে মানুষ মেরে
করছে কুচি কুচি।
বসত ভিটায় আগুন দিছে
গ্রামের পরে গ্রাম
মানুষ পুড়ে উল্লাস করে
মগ যে ওদের নাম।
মগের জাতি আগে থেকেই
দস্যু ছিল জানি
লুটপাট করে মানুষ মেরে
চলত জিন্দেগানী।
মগের মুল্লুক কথা কিন্তু
ওখান থেকেই আসা
হিংসার লেলিহানে দেখি
ভেতর ওদের ঠাসা।
ওদের দাঁতে লেগে আছে
মানুষেরই রক্ত
বিষদাঁত ওদের ভেঙ্গে দিতে
ঐক্য গড়ো শক্ত।
নির্মমভাবে শিশু মারে
দেখে বিশ্ববাসী।
মানুষ মেরে কোন বিবেকে
করে হাসাহাসি।
আন্তর্জাতিক আদালতও
ঝিমিয়ে নাকি গেছে
তারাও নাকি বিচার করে
একটু বেছে বেছে।
জাতিসংঘ চাটুকার আর
চাপাবাজের আড্ডাঘর
কাউকে ওরা আপন ভাবে
কাউকে আবার করে পর।
কেহ বলেন সরাইখানা
কেহ বলেন খেলাঘর
হীন স্বার্থে কাজে লাগায়
মোড়লদের ওই অনুচর।
মুসলিম বিশ্বের রাজা বাদশা
নাকে ঢুকায় সর্ষে তেল
আরাম আয়েশ করে কাটায়
দেখেও ঘুমায় আজব খেল।
ওআইসিরা নামেই শুধু
কাজের বেলায় কিছুই না
বাড়ী গাড়ী নারী বিনা
আরব লীগের নেতা না।
সুচির নোবেল কাইড়া আনতে
তরুনদেরই ঐক্য চাই
ঢিলের জবাব পাটকেল দিয়ে
আর দেরী নয় মারা চাই।।