শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সীরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটি মোগলাবাজারের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচি ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মোগলাবাজারে অনুষ্ঠিত হয়। সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটি সভাপতি হাফিজ মাশহুদ আহমদের সভাপতিত্বে ও হাফিজ আহমদ যাকারিয়ার পরিচালনায় মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী, কমিটির উপদেষ্টা রাজনীতিবিদ হাজী বাবুল মিয়া, নিমার আলী, হাজী সোনাফর, ময়নুল ইসলাম মঞ্জু, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের প্রচার সচিব কবির আহমদ খান, রোজাউল করিম রাজু, কমিটির সেক্রেটারী আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাসহ ভিন্নধর্মী লোকদের উপর নির্যাতন, নিপিড়ন চলছে তা ইতিহাসের জঘন্য বর্বরতা ও গণহত্যা। বিভিন্ন গণমাধ্যমে মানুষ হত্যার দৃশ্য দেখে কোন বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারেনা। এই হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদ করা সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। বক্তারা গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে মায়ানমারে গণহত্যা বন্ধে চাপ সৃষ্টির জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত্ব আহ্বান জানান। বক্তারা শরনার্থী রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে যাওয়া ও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।