শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাই থানা পুলিশের উদ্যোগে ও দিরাই বাজার মহাজন কমিটির সহযোগিতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। রোবাবার দিরাই বাজারস্থ সিরাজদৌলা মিয়ার দোকানঘরে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলমের সভাপতিত্বে ও এসআই রুপুকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের এডিশনাল এসপি আবদুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুরত আলম, দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজন কমিটির সাবেক সভাপতি সিরাজদৌলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোশারফ মিয়া, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, সংকর নাগ, কাউন্সিলর বিশ্বজিত রায়, মতিউর রহমান, বশির উদ্দিন, শাহীনূর আলম রুবেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, আশারফ মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক, দিরাই ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।