সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ আহমেদ, মৎস্য অফিসার সমীর কুমার সাহা, আনসার বিভিডি অফিসার নাজিম উদ্দিন, নিবার্চন অফিসার উত্তম কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দক্ষিণ সুনাগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এমএ কাসেম, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আইন, আক্রম আলী দাখিল মাদরসার সুপার মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। সভায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজারে অবস্থা দখলদারদের উচ্ছেদের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিশেষে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা, নদী রক্ষা কমিটির মাসিক সভা ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।