বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার সকালে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাহাদাত হোসেন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সাহা, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, উপজেলা সহকারি কৃষি অফিসার মোঃ জহুর আলী, সহকারি প্রকল্প অফিসার মোঃ আসাদ আলী, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, শঙ্করী চক্রবর্তী, আলিমুল ইসলাম, নজরুল ইসলাম, এরশাদ আলী, মোঃ শরীফ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মনির উদ্দিন, আব্দুল হাফিজ হাবি, মোঃ ছয়ফুল আলম, নুরুল আমীন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান, আকলিমা বেগম ও জান্নাতুল ফেরদৌসী রুম্পা প্রমুখ।