শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সাত কর্মকর্তার বদলির সুপারিশ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট। রবিবার দুপুরে এ অনুমোদন দেয়া হয়। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছে। সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে পাঠানো রেজিস্ট্রার জেনারেল, অতিরিক্ত রেজিস্ট্রারসহ সাত জনের বদলির সুপারিশে অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত ১১ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার পাঠানো কিছু প্রশাসনিক পরিবর্তন প্রস্তাব নিয়ে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই বৈঠক শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কিছু প্রশাসনিক পরিবর্তন করতে চান, সেগুলো উনি আমাকে অবহিত করেছেন। সে বিষয়ে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।