রবিবার, ০৬ Jul ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে ফতেপুরের আবুয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ

বিশ্বম্ভরপুরে ফতেপুরের আবুয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুরে প্রভাবশালী সিন্ডিকেট পরিমল, নিখিল, রঞ্জু, কুমেদগংদের বিরুদ্ধে অবশেষে সম্মিলিত মৎস্যজীবির পক্ষে খলাচানপুর গ্রামের যুগেশ বর্মন প্রশাসন বরাবর একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার স্থায়ী মৎস্যজীবি শ্রেণির অধিবাসীদের কাছ থেকে কৌশলে প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বার বার অর্থ হাতিয়ে নেওয়া এই দলটি এবারও প্রভাব খাটিয়ে সংখ্যায় নিরীহ মৎস্যজীবিদের সর্বস্ব^ কেড়ে নিচ্ছে। বিগত ১৪২৪ বাংলা সনের জৈষ্ঠ্য মাসে যুগেশ বর্মন নদীতে মাছ ধরতে গেলে পরিমল নিখিল, রঞ্জু, কুমেদগং আবুয়া নদীতে জাল দ্বারা মাছ ধরতে নিষেধ প্রদান করে। নিরীহ দরিদ্র জেলেদের মাছ ধরাই একমাত্র পেশা এবং এটি সরকার কর্তৃক স্বীকৃত। স্থানীয় প্রভাবশালী পরিমল, নিখিল, রঞ্জু, কুমেদগং সংগঠনের মাধ্যমে দলবদ্ধভাবে নানান কৌশলে হাতিয়ে নিচ্ছে আবুয়া প্রকাশিত নাইন্দা নদীর কথিত ইজারাদার। তারা গরীব, অসহায় জেলেদের কাছে প্রচার চালায় আবুয়া নদী তারা সরকার কর্তৃক বৈধ ইজারাদার এবং মাছ ধরতে হলে ৩টি জালের ভাড়া হিসেবে উক্ত নদীতে মাছ ধরার বিপরীতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবী করে। যুগেশ বর্মন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^ম্ভরপুর বরাবর অভিযোগে আরোও জানান, জীবন-জীবিকার স্বার্থে দাদন নিয়ে ২৮,০০০/- (আঠাশ হাজার) টাকা উক্ত পরিমল, নিখিল, রঞ্জু, কুমেদগংদের নগদ প্রদান করি। অতপর অভিযোগকারী জানতে পারে যে, অন্যায় লাভের আশায় পরিমল, নিখিল, রঞ্জু, কুমেদগং সবসময় নিরীহ লোকদের শিকার করে অসহায়ত্বের ফায়দা লুটছে।
উল্লেখ্য, বিগত ১৫ অক্টোবর ২০১৭ ইং তারিখে “আবুয়া প্রকাশিত নাইন্দা নদী উন্মুক্ত” শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকা মারফত উক্ত খবরটি প্রকাশিত হলে বিশ^ম্ভরপুরের ফতেপুর ইউনিয়নের মৎস্যজীবিগণ উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ^াসের নিকট একখানা অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনায় বিশ^ম্ভরপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com