রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটে ৩৮ বছর বয়সী মণিপুরী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মণিপুরী নাম ছিল দুদু সিং। বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম মোহাম্মদ দুদু মিয়া। তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মণিপুরীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম অরুণ সিং। সুবিদবাজারস্থ বায়তুল মাকছদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আক্তার উদ্দিনের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। বর্তমানে মোহাম্মদ দুদু মিয়া নামের ওই যুবক জানান, তিনি ইসলামের সুমহান রীতি ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।