শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাপ্তাহিক সভায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদস্য সচিব ওবায়দুল হক মিলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি উপস্থাপন করলে কমিটির ওপর নির্ধারিত আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু ও সদস্য সচিব বিন্দু তালুকদার সৈয়দ সবুর আলীকে আহ্বায়ক ও মো. ওবায়দুল হক মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক রাধিকা রঞ্জন তালুকদার, ধীরেন্দ্র কুমার পাল ধীরু, মোঃ জসিম উদ্দিন, মহিউদ্দিন মহিম, মোঃ জিয়া উদ্দিন, সদস্য এনামুল কবির, মোঃ এনামুল করিম, রাজা মিয়া, বাহাউদ্দিন ইকবাল, সাজ্জাদুর রহমান, কামাল হোসেন নয়ন, ফখর উদ্দিন, আব্দুর রহমান, মোঃ আব্দুল মোনায়েম, মোঃ আবু সাইদ, মোঃ নুরুল হক, কাজী জমিরুল ইসলাম মমতাজ, শেখ মোঃ ফয়জুল ইসলাম, ইয়াকুব শাহারিয়ার, আলী হোসেন, জয়ন্ত দেবনাথ, মাহমুদ মিয়া, জিয়াউর রহমান, নগেন দাস, শহীদ মিয়া, ইয়াকুব আলী, জিয়াউল ইসলাম, ধীরেন কুমার দাস, মোকাব্বির হোসেন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিজন সেন রায়, স্বপন কুমার দাস রায়।