সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুরে সারাদেশের ন্যায় একযোগে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) শুরু হয়েছে। ১লা নভেম্বর (বুধবার) সকাল সেশনে উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে দুইটি কেন্দ্রে (বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয় ও মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়) ১ম দিনের বাংলা পরীক্ষায় ২ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০১ জন উপস্থিত ছিল। কারিগরি ও ভোকেশাল পরীক্ষায় ১১৭ জনের মধ্যে ১০৯ জন উপস্থিত, মাদ্রাসা পর্যায়ে জেডিসি পরীক্ষায় মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রসা কেন্দ্রে ৩০১ জনের মধ্যে ২৮১ জন উপস্থিত ছিল। উপজেলা নিবাহী কর্মকর্তা সমীর বিশ্বাস ও বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছরুয়ার আলম জানান, উপজেলায় ১ম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।