মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুশাসনের জন্য নাগরিক সুজন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালী উপজেলা পরিষদ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন-এর জামালগঞ্জ উপজেলার সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দি হাঙ্গার প্রজেক্টের ইউসি সাইফ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, আওয়ামীলীগ নেতা মোঃ জহিরুল হক তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, যুবদল নেতা হাছিন তালুকদার, সুজন উপজেলা কমিটির সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ, মোঃ শাহীন আলম, বাপ্পী বর্মনসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ প্রমূখ।