সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে জাগপা ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। প্রধান বলেন, সারাদেশে ঘরে ঘরে আজ মানুষের হাহাকার চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন, অন্যথায় সরকারের পাওয়ার লাইন কেটে দেওয়া হবে। এ অবস্থা চলতে থাকলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তাই অবিলম্বে ক্ষমতা ছাড়ুন-নির্বাচন দিন।
জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সমাজসেবা সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী, সহ-সভাপতি নাহিদ হাসান, মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।