মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার ফনারগাঁও গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে আব্দুস শহিদ (৩৫)। পুলিশ সুত্রে জানা যায়, রোববার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই আকিকুল ইসলামসহ ফোর্সদের সহায়তায় অত্র থানাধীন সিচনী এলাকার জগন্নাথপুর-সুনমাগঞ্জ সড়কে অবস্থান নিলে একটি প্রাইভেট কার তল্লশীকালে ১৬ কেজি গাঁজাসহ আসামী আব্দুস শহিদকে আটক করেন। আটককৃত গাঁজার মুল্য অনুমান এক লক্ষ ষাট হাজার টাকা। আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।