শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: ১৯৭১-এর সেই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাক হানাদার ও তাদের এদেশীয় দোষরদের পরাজিত করে কানাইঘাটকে মুক্ত করেছিল। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে পাক সেনাদের হটিয়ে কানাইঘাটকে হানাদার মুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয় অর্জিত না হলেও এ অঞ্চলে সেদিন উদিত হয় স্বাধীন বাংলার পতাকা তবে এই দিনটি উৎসব মুখর পরিবেশে পালন করা হলেও এবার আনুষ্টানিকভাবে কেউ কোন কর্মসূচী ঘোষণা করেনি। তবে পুর্বেই পাক-হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর মুখামুখী লড়াই শুরু হয়। চারদিকে গ্রেনেড আর গুলির শব্দে ঘুম ভাঙ্গে এলাকার মানুষের, শত শত মায়ের বুক খালি হয়। ১৯৭১ সালের আজকের এই দিনে কানাইঘাট হানাদার মুক্ত হয়ছিল। আজকের এই দিনে কানাইঘাটের সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।