সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলানায়তে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শফিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা পরিষদ সদস্য শাম্মি আরা ফৌজিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।