বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
জাতিসংঘের অধীনে গুম, খুনের তদন্তের দাবি খালেদা জিয়ার

জাতিসংঘের অধীনে গুম, খুনের তদন্তের দাবি খালেদা জিয়ার

images 5_94543

আমার সুরমা ডটকম : জাতিসংঘের অধীনে আন্তর্জাতিকভাবে কমিটি গঠন করে দেশে গুম, খুনের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিশ্ব গুম দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের কাছে দেশে ঘটে যাওয়া গুম ও খুনের তদন্ত দাবি করেছে গুম হওয়া পরিবারেরা, কিন্তু আমি সরকারের কাছে এ দাবি জানাচ্ছি না। কারণ গুমের সাথে সরকারই সরাসরি জড়িত। আমি জাতিসংঘের অধীনে আন্তর্জাতিকভাবে সুষ্ঠু কমিটি গঠনের মাধ্যমে গুম, খুনের বিচার দাবি করছি। বেগম জিয়া বলেন, আজকে খবরের কাগজ খুললেই বের হয় গুম, খুন আর নারী নির্যাতনের খবর। এগুলো করছে ছাত্রলীগ ও যুবলীগ। সব লীগ আজকে এগুলো করতে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, দেশে অনেক দিবস পালিত হয়। কিন্তু সরকার এই আন্তর্জাতিক গুম দিবস পালন করলো না কেন? কারণ তারা নিজেরা গুম করে বলে এই দিবস পালন করতে ভয় পায়। খালেদা বলেন, দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালিয়ে তারা দেশকে অকার্যকর করে দিয়েছে। এভাবে একটা দেশ চলতে পারেনা। এসময় দেশে গণতন্ত্র ও মানবাধিকার নেই বলেও দাবি করেন তিনি। নিজেও গুম বা খুন হওয়ার শঙ্কা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এতো গুম-খুন হয়নি। এই সরকারের আমলেই ক্রমাগত হারে গুম, খুন হচ্ছে। আমরাও যে কখন গুম বা খুন হয়ে যাই এটাও জানি না। এর আগে বেগম জিয়া গুম হওয়া ২৬টি পরিবারের স্বজনদের সাথে সাক্ষাত করে তাদেরকে সহমর্মিতা জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com