সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেট জেলার কানাইঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে গাছবাড়ি। এই অঞ্চলই গড়ে উঠেছে গাছবাড়ি আইডিয়্যাল ডিগ্রী কলেজ। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে গাছবাড়ি কলেজে নতুন ডিগ্রী এসেছে বটে কিন্তু নেই একটি কলেজ গেইট। সকল প্রতিষ্টান-এর প্রবেশ মুখে অনেক উন্নত মানের গেইট দেখা গেলেও আক্ষেপের বিষয় হচ্ছে উন্নত মানের গেইট ত দূরের কথা, এই কলেজের প্রবেশ মূখে নেই কোন গেইট কলেজকে ঘিরে রেখেছে প্রভাবশালী মহলের ব্যাবসাই প্রতিষ্টান। এমনকি কলেজের প্রবেশমূখে বিভিন্ন ব্যাবসায়ীদের গুদাম ঘরে দিন দিন নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। নেই কোনও কলেজে খেলার মাঠ, নেই কলেজে একটি শহীদ মিনার। কলেজ গেইট হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে একটি কলেজের প্রাধান হচ্ছে কলেজ গেইট, তবে এখনও নেই গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজ গেইট, শিক্ষার্থীদের প্রানের দাবি হচ্ছে একটি গেইট।