রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
রুহুল আমীন, গোলাপগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা: মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতৃক ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র মজলিস। শুক্রবার বাদ জুম্মা গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে চৌমুহনীতে এক পথ সভায় মিলিত হয়। সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি রুহুল আমীনের সভাপতিত্ত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী।