বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বিশ্ব গুম দিবস উপলক্ষে গুমের শিকার স্বজনদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহমর্মিতা প্রকাশ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সহমর্মিতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গুমের শিকার ৩০ পরিবার ও তাদের ৬০ থেকে ৬৫ জন স্বজন। এরমধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, নেয়াখালীর হাজীরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার ও তার ছোট ভাই গোলাম ফারুক, মাজহারুল ইসলাম রাসেলের মা খাদিজা বেগম, তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন ওবোন ফেরদৌসি, মো. ইয়াকুব আলীর ভাই মো. আল আমিন, বিমান বন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার মা ময়ুরী বেগম ও বাবা মো. শামসুদ্দিন, আব্দুল কাদের মাসুমের মা আয়শা আলী, আদনান চৌধুরীর মা কানিজ ফাতেমা, কাওসারের মা কমলা খাতুন, বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, গুলশান থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইফুর রহমান সজিবের বাবা শফিকুর রহমান, সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহেনা বানুসহ অন্য স্বজনহারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।