বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সিলেটের আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর সাড়ে ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে। তিনি পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে আব্দুল বাসিত বরকতপুরীকে সিলেটে উপশহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা আবদুল বাসিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরীর সভাপতি। এদিকে মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।