মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
আশরাফ আহমদ, এমসি কলেজ (সিলেট): ১৯৭১ সালের আজকের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার দামাল ছেলেরা হানাদারদের কবল থেকে ছিনিয়ে এনেছিল লাল-সবুজের স্বাধীন পতাকা। বিজয়ের এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষে এমসি কলেজ আয়োজন করে দিনব্যাপী নানা কর্মসূচি। বরনীল সাজে সাজানো হয় গীরিশ চন্দের বিশাল এই সবুজ ক্যাম্পাসটি। নানা কর্মসূচির মধ্যে সকাল দশটায় কলেজর কলা ভবনের সামনে থেকে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটিতে কলেজের শিক্ষক মন্ডলী থেকে শুরু করে ভিবিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্য, সাধারন শিক্ষার্থাীরা এবং ভিবিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করে। এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি, রসায়ন বিভাগের চত্বর ঘেষে কলেজস্ত শহিদ মিনারে গিয়ে পৌঁছে। সেখানে দেশের বীর সন্তানদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। তারপর একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এমসি কলেজ রোভার স্কাউট, বিএনসিসি, মুরারি চাঁদ ত্রিয়েটার, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারি চাঁদ কবিতা পরিষদ, সাইন্স ক্লাবসহ ভিবিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন শিক্ষার্থাীরা। ফুলে ফুলে ছেয়ে যায় এমসি শহিদ মিনার। এরপর কলেজের উদ্যোগে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যোগ দেন। এ সময় সম্মেলিত কন্ঠে জাতিয় সংগীত গাওয়ার মধ্যদিয়ে শুরু হয় প্রাণীবিদ্যা ও বাংলা বিভাগের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি। খেলায় তিন পয়েন্ট এগিয়ে থেকে বাংলা বিভাগ জয়লাভ করে। এ সময় মোহনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর দেশাত্ববোধক গান পরিবেশন করেন। বিজয় দিবস উপলক্ষে মুরারি চাঁদ ত্রিয়েটার বিকেলে এক মঞ্চ নাটকের আয়োজন করে। তাছাড়া মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারি চাঁদ কবিতা পরিষদসহ বেশ কিছু সংগঠন ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্টান মালার আয়োজন করে।