মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ব্যাংক এশিয়া ১৮তম প্রতিষ্ঠা বার্ষিক ও ইউনিয়ন ভিত্তিক এজেন্ট ব্যাংক-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কেক কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ঝুনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, ইউপি সচিব নুরুল আমিন, ব্যাংক এশিয়ার এআরও আরিফুজ্জামান, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, অর্জুন সরকার, ইউপি উদ্দ্যোক্তা হুমায়ূন কবির, ইউপি সদস্য-সদস্যা, গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।