রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, একই গ্রামের সুলতান মিয়ার স্ত্রী মোছাঃ খাদের বানু বাদী হয়ে জামালগঞ্জ থানায় ধর্ষণকারীর বিরুদ্ধে তার মেয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) গত ৯/১২/১৭ ইং শনিবার দুপুর ২টায় বাদীনির খালি ঘরে একা পেয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করায় থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর বুধবার বিকেলে উপজেলার ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ৬ সন্তানের জনক মোঃ শামছুল ইসলামকে (৩০) জামালগঞ্জ এসআই সুহেল আহমদ সঙ্গীয় ফোর্সসহ সেলিমগঞ্জ বাজার থেকে বিকেল ৫টায় তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৮, তারিখ-২০-১২-১৭ ইং।