সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী-খাল পুনঃ খননের জন্য কাবিটা নীতিমালা-২০১৭ এর আলোকে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সকল সদস্য, উপজেলা কমিটির সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ সকল অংশীজনের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের পরিচালনায় উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ, কে, এম, মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কে, এম, আনোয়ার হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী এস, এম, শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ আবুবক্কর সিদ্দিক, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মোঃ শাহিনুজ্জামান, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, নুর কালাম, মনির উদ্দিন, নুরুল হক, আক্তার হোসেন, শফিকুল ইসলাম, আমিনুর রশিদ আমিন, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন প্রমূখ।