রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্দা ইউনিয়নের বেরি বাঁধ মৎস্য কমিটি বাতিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আভিযোগ দাখিল করেন। সদয় অবগতির জন্য উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের কাছে অনুলিপি প্রেরণ করা হয়। বৃহস্পতিবার লিখিত অভিযোগ দাখিল করেন ৯নং ওয়ার্ডের কৃষক জহুর উদ্দিন। অভিযোগ থেকে জানা যায়, ২নং বংশীকুন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আতলার বেরী বাঁধ মৎস্যজীবি লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বেরি বাঁধের কৃষকদরে বাদ দিয়ে মৎস্যজীবি মোশারফ, দীন ইসলাম ওই দুজনকে কমিটির সভাপতি ও সদস্য সচিব করে কমিটি দাখিল করা হয়েছে, যা সর্ম্পূণ বিধি বহির্ভূত। সরকারী ঘোষিত নীতিমালা কৃষকদের নিয়ে কমিটি গঠন করা হবে, কিন্তু আইন বহির্ভূত মৎস্যজীবি লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসে আটাইশা মাছিমপুর মৎস্য তালিকায় উক্ত ব্যক্তিদের নাম রয়েছে। হাওরাঞ্চলের কৃষকদের সম্মতিক্রমে কৃষক জহির উদ্দিন, হরিচন্দ্র তালুকদার, রেহান মিয়া, সূধীন চন্দ্র সরকার, শাহ আলম, সুজাত মিয়া, মোঃ শাহ আলমকে দিয়ে কমিটি গঠন করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।