শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, রুহুল আমিন ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া নিবাসি রুহুল আমিন শনিবার ৩০ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান আতা ও লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব তোফায়েল আহমদকে ও ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করতে এলাকায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসিরা। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে আগামি জাতিয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহিদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রোমান, প্রচার সম্পাদক মনোজ কান্তি দাস পিংকু, অফিস সম্পাদক আসিক উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাহিয়ানুল ইসলাম মিনার, ফাউন্ডেশন মল্লিকপুর শাখার আহব্বায়ক আইন উদ্দিন মিয়া, সদস্য সচিব সাচ্চু বিশ্বাস, সদস্য পাভেল তালুকদার, রাজিব, আশরাফ উদ্দিন, জুবেল মিয়া, রিংকু বাবু, জাহাঙ্গির হোসেন, ফাহিম, এরশাদ, রিদয়, সুমন মিয়া তালুকদার প্রমূখ।