মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে প্রাক-প্রাথমিক পাঠ্য বই, খাতা, স্বরবর্ণ-ব্যঞ্জন বর্ণ, বিভিন্ন প্রাণির ফ্লিপ চার্ট বিশেষ চাহিদা সম্পন্ন অপেক্ষাকৃত ভাল শিক্ষার্থীদের মধ্যে একিভূত শিক্ষার লক্ষে ২০ (বিশ) জনকে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও সভাপতি, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ব্যবস্থাপনা কমিটি সুনামগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আশুতোষ দাশ, সিভিল সার্জন, সুনামগঞ্জ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক ইব্রাহীম আল মামুন মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, মোঃ তানজিল হক, সুবিমল চক্রবর্তী চন্দন, উন্নয়নকর্মী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য, অত্র স্কুল কনসালট্যান্ট (ফিজিও থেরাপী), প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ পূর্বে ৩ (তিন) জন বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু যথাক্রমে মোঃ ছাকিবুল ইসলাম ইমন, শরীফুজ্জামান (শিমুল), মোঃ আবু সাইদকে বিশেষ পদ্ধতিতে শ্রেণি পাঠ কার্যক্রমের মাধ্যমে মান উন্নয়ন হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার লক্ষ্যে শিক্ষার্থীর স্ব-স্ব বাড়ির পাশের্^ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিসহ নিয়মিত খোঁজ খবর রাখার জন্য জেলা প্রশাসক, সুনামগঞ্জ স্কুল সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবার প্রধানদের আহবান জানান। বছরের শুরুতেই সমাজে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা জেলা প্রশাসক, সুনামগঞ্জের হাত থেকে প্রাক-প্রাথমিক পাঠ্য বইসহ শিক্ষা সহায়ক উপকরণ পাওয়ার আনন্দিত। এ সময় অত্র স্কুলের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।