বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) একাংশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনের শেষে পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হক আফিন্দী। উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালী উল্লাহ সরকার প্রমূখ।
বক্তার বলেন, হাওরের বাঁধ ও পানি নিষ্কাসনের কাজ দ্রুত করার জন্য যাতে করে বাঁধ নিমাণ কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় নতুবা বিক্ষোভ চলবে।