মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: আগামী ২ ফেব্র“য়ারি সারা বাংলাদেশে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য কর্মকর্তা মোছাঃ রুমানা আফরুজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমিরন কুমার সাহা, সদস্য হাজী তহুর আলী, মুজিবুর রহমান, জাহাঙ্গির আলম, জিএম সাজ্জাদুর রহমান, আব্দুল বাছিত সুজন, আফরোজ মিয়া, সাংবাদিক সোহেল তালুকদার প্রমূখ। সভায় আগামী ২ ফেব্র“য়ারি সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সকাল ১০টায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে র্যালি, সকাল ১১টায় উপজেলা পরিষদের আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।