মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফডাব্লিউএ) ও পরিবার কল্যাণ সহকারীদের (এফপিআই) ৬ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির আয়োজনে দঃ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে পঃ পঃ সমিতির উপজেলা সভাপতি ও ইউনিয়ন পঃ পঃ পরিদর্শক দেব দুলালের সভাপতিত্বে, যুগ্ম স¤পাদক ও পুর্ব পাগলা ইউনিয়ন পঃ পঃ পরিদর্শক মোঃ শামীম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, দক্ষিন সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্যা পু®প বেগম, ফরিজুন বেগম, শিমুলবাক ইউনিয়ন পরিদর্শক এনামুল হক, জয়কলস পঃ পঃ পরিদর্শক জাহিদুল ইসলাম ছিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পঃ পঃ পরিদর্শক ভুপতি রঞ্জন দাস, পঃ পঃ সহকারী সবিতা দাস, রতœা দেসহ প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের কাছে নেতৃবৃন্দরা ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান করেন।