শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
আশরাফ আহমেদ, এমসি কলেজ প্রতিনিধি: বিশিষ্ট কথা সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিঙ্গানী ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে মানবন্ধন করা হয়েছে। সোমবার (৫ মার্চ) দুপুর বারোটায় এমসি গেইটের সামনে তামাবিল সড়কের পাশে মানবন্ধনটি পালন করা হয়। কলেজের সাংস্কৃতিক সংগঠন ত্রিয়েটার মুরারিচাঁদ এর আয়োজনে মানবন্ধনটিতে, এমসি ছাত্রলীগ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ প্রেসক্লাব, মোহনা সাংস্কৃতিক সংঘটন, এমসি কলেজ স্কাউট গ্রুপ, বিএনসিসি, এমসি কলেজ ডিবেট ক্লাবের সদস্যসহ কলেজের বিপুল সংখক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
ত্রিয়েটার মুরারিচাঁদের ফাহমিদা এলাহি বৃষ্টির সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, হোসেন আহমেদ, এমসি কলেজ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ত্রিয়েটার মুরারিচাঁদের সদস্য সচিব দেবদাস চক্রবর্তী, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, এনাম উদ্দিন আহমেদ, কবিতা পরিষদের সাবেক সভাপতি অসিম সরকার। এছাড়াও এমসি কলেজ স্কউট, বি এন সিসি ও সাধারণ শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জাফর ইকবালের উপর অতর্কিত হালমার তিব্র নিন্দা জানান এবং হামলাকারি হিফজুরসহ এর সাথে জরিত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার ঝুর দাবি জানান এবং ভবিষ্যতে যাতে এধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকারের দৃষ্টি আর্কষণ করেন।