মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা গেছেন (ইন্নালিল্লাহি…………… রাজিউন)।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।
মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়।
শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মির্জা ফখরুলের মায়ের জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। এ সংবাদ শোনার পর মির্জা ফখরুলকে ফোন করে সান্ত্বনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, ফখরুলের মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরপরই তাকে ফোন করেন ওবায়দুল কাদের। এ সময় ফখরুলকে সান্ত্বনা দিয়ে কাদের বলেন, কিছুদিন আগে আমিও আমার মাকে হারিয়েছে। ওবায়দুল কাদের ফখরুলের মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন।